রেজা কিবরিয়ার পোস্টার বিকৃত

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার পোস্টার বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এতে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। ওই পোস্টারটি অবিকল রেজা কিবরিয়ার মূল পোস্টারের মতোই।

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার পোস্টার বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এতে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। ওই পোস্টারটি অবিকল রেজা কিবরিয়ার মূল পোস্টারের মতোই।

কেবল একটি জায়গা লেখা হয়েছে, “আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসন থেকে মনোনীত বিএনপি জোট সরকারের হাতে নিহত সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়া সাহেবের সুযোগ্য সন্তান ড. রেজা কিবরিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।”

কিন্তু ড. রেজা কিবরিয়ার মূল পোস্টারে লেখা ছিল, “আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়া সাহেবের সুযোগ্য সন্তান ড. রেজা কিবরিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।”

এ বিষয়ে ড. রেজা কিবরিয়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নিজের অসহায়ত্ব তুলে ধরে বলেন, “আইনগত পদক্ষেপ নেয়া উচিত। কিন্তু কার কাছে অভিযোগ জানাবো। আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের কোনো অভিযোগই আমলে নেয় না। এখন সচেতন দেশবাসীর বিশ্বাস ও আস্থাই আমাদের ভরসার জায়গা।”

বাবার হত্যাকাণ্ড ও বিচার প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, “যে আদর্শের জন্যে আমার আব্বা লড়াই করেছেন সেই আদর্শ থেকে আওয়ামী লীগ অনেক দূরে চলে গেছে। আব্বা মারা গেছেন ২৭ জানুয়ারি ২০০৫। এরপর দুই বছর বিএনপি ক্ষমতায় ছিল। ঠিক আছে তারা কাজটি করতে পারেনি। দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ছিলো। তারাও করতে পারেনি। সাড়ে নয় বছর আওয়ামী লীগ সরকার ছিলো তারা একটা সুষ্ঠু তদন্ত করার উদ্যোগ নেয়নি।”

তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “এখন কার ওপর আমার বেশি অসন্তুষ্ট হওয়া উচিত?”

নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ-১ আসন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। তিনি গত ১৮ নভেম্বর গণফোরামে যোগ দেন। একাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পান তিনি।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago