সারাদেশে ১,০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিরোধীদের ওপর হামলার প্রেক্ষাপটে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসন্ন নির্বচনে বিজিবি মোতায়েনের প্রাথমিক প্রস্তুতি নিতে ১০১৬ প্লাটুন বিজিবি সারাদেশে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে মোতায়েন করা হবে।”
আজ (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলসহ সবার শঙ্কা দূর করতে মাঠে আগাম বিজিবি নামানো হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, “মিডিয়া রিপোর্টে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেকেই সেনা মোতায়েনের দাবি জানাচ্ছেন। কিন্তু সেনা মোতায়েন সময় সাপেক্ষ বিষয় তাই বিজিবি নামানোর সিদ্ধান্ত হয়েছে।”
Comments