‘যে মেসিকে সেরা মানে না, সে ফুটবলই বোঝে না’
বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। হালের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু অনেকেই তার চেয়ে জুভেন্টাস তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে রাখেন এগিয়ে। কারো দৃষ্টিতে এগিয়ে অন্য কোন খেলোয়াড়। তবে যদি কোন ফুটবল ভক্ত মেসিকে সেরা না মানেন তাহলে সে ফুটবলই বোঝেন না বলে মন্তব্য করেছেন লালিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাস।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। লালিগায় সর্বোচ্চ ১৪ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ১০টি। দারুণ খেলছেন চ্যাম্পিয়ন্স লিগেও। দল-মত নির্বিশেষে তাই মেসিকেই বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় বলেন তেবাস। স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আপনি যে দলকেই সমর্থন করেন, যদি মেসির সমালোচনা করেন এবং তাকে বর্তমান বিশ্বের সেরা না মানেন, তার মানে আপনি ফুটবল বোঝেন না।’
গত রোববার লেভেন্তের বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছেন মেসি। বার্সেলোনার ৫-০ গোলের জয়ে তুলে নিয়েছেন হ্যাটট্রিক। বাকী দুই গোলের যোগানদাতাও তিনি। এছাড়াও আরও বেশ কিছু সহজ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সতীর্থদের। সে ম্যাচের উদাহরণ টেনে আনেন তেবাস, ‘লেভেন্তের বিপক্ষে যারা ম্যাচটা দেখেছে, তারা যদি ফুটবল ভক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই মানতে হবে মেসিই বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়। অবশ্য নিজেদের ক্লাবের রঙটা সরিয়ে নিয়ে খোলা চোখে দেখতে হবে।’
রোনালদোকে ছাড়িয়ে পঞ্চমবারের মতো ইউরোপে সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কারটি হাতে পেয়েছেন মেসি। শুধু পুরষ্কারেই নয় পারফরম্যান্সেও রোনালদোর চেয়ে মেসি ঢের এগিয়ে আছেন বলে মনে করেন লালিগা সভাপতি, ‘বর্তমানে সে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে আছে। অন্যান্য মৌসুমের চেয়ে বর্তমানে ঢের এগিয়ে আছে। সে বার্সেলোনার নেতৃত্বে আছে। আপাতদৃষ্টিতে সে কিছু নতুন তরুণদের নিয়ে দায়িত্ব চালিয়ে যাচ্ছে। সে বর্তমানে অবিশ্বাস্য পর্যায়ে আছে।’
লালিগার ১১টি ভিন্ন ক্লাবে কাজ করার পর ২০০১ সালে লালিগার সহ-সভাপতি পদে নির্বাচিত হন তেবাস। এরপর ২০১৩ সালে নির্বাচিত হন সভাপতি পদে। আর ব্যক্তিগতভাবে রিয়াল মাদ্রিদের ঘোর সমর্থক এ স্প্যানিশ।
Comments