এটিকে কেউ সুশাসন বললে বলব, মিথ্যা বলছেন: ড. কামাল
দেশে কোনো সুশাসন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, কেউ যদি দাবি করেন যে দেশে সুশাসন রয়েছে তাহলে তিনি মিথ্যা কথা বলছেন।
আজ বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এসব কথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন।
সভায় ড. কামাল বলেন, ‘এটিকে কেউ সুশাসন বললে বলব, মিথ্যা বলছেন। কেউ যদি বলেন দেশে সুশাসন আছে তাহলে বলব, আপনি মিথ্যুক।’
তিনি বলেন, নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠুভাবে করতে না পারলে, তার পরিণতি ভয়ঙ্কর হবে।
মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তবে সেটা দেশের স্বাধীনতার ওপরই আঘাত, যা রাষ্ট্রদ্রোহের শামিল- মন্তব্য ড. কামালের।
তিনি আরও বলেন, পুলিশকে ব্যবহার করে যেভাবে হয়রানি, গ্রেপ্তার করা হচ্ছে, তা সংবিধানপরিপন্থী।
‘পারলে আমাকে গ্রেপ্তার করেন। পুলিশ যেভাবে রাস্তা থেকে মানুষকে গ্রেপ্তার করছে তা লজ্জাকর। এমনটা আমি এর আগে কখনই দেখিনি।’
গ্রেপ্তার অভিযান বন্ধ করার জন্য ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
Comments