যে কারণে আজও অনুশীলন করলেন না সাকিব

মাঠে এসেছিলেন ঠিকই। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নামলেন না অনুশীলনে। আসেননি সংবাদ সম্মেলনেও। মাঠে কিছুক্ষণ থেকে ফিরে যান টিমে হোটেলে। পরে যা জানা গেল তাতে কিছুটা দুশ্চিন্তা হওয়ার কথা বাংলাদেশ দলের। দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন অধিনায়ক যে ঠিক সুস্থ বোধ করছেন না।
Shakib Al Hasan
ফাইল ছবি:রাজীব রায়হান

মাঠে এসেছিলেন ঠিকই। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নামলেন না অনুশীলনে। আসেননি সংবাদ সম্মেলনেও। মাঠে কিছুক্ষণ থেকে ফিরে যান টিমে হোটেলে। পরে যা জানা গেল তাতে কিছুটা দুশ্চিন্তা হওয়ার কথা বাংলাদেশ দলের। দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন অধিনায়ক যে ঠিক সুস্থ বোধ করছেন না।

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন সাকিবের একটু জ্বর জ্বর ভাব হচ্ছে। এই কারণে অনুশীলন না করে বিশ্রাম নিচ্ছেন তিনি। তবে জ্বরের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকায় খেলার ব্যাপারে এখনো তৈরি হয়নি বড় কোন শঙ্কা।

সিলেটে প্রথম টি-টোয়েন্টির আগের দিনও চোট পেয়ে পুরো অনুশীলন করতে পারেননি সাকিব। মোহাম্মদ সাইফুদ্দিনের এক বলে বাম পায়ের পাতায় চোট পেয়ে ছেড়েছিলেন অনুশীলন। পরে একেবারে নেমেছেন ম্যাচে। ম্যাচে নেমে অবশ্য ব্যাট হাতে ৬১ রান করে তিনিই রেখেছেন সবচেয়ে বড় অবদান।

টি-টোয়েন্টি অধিনায়ক টি-টোয়েন্টি সিরিজ শুরু পর আর আসেননি সংবাদ সম্মেলনে। সিলেটে প্রথম ম্যাচের আগের দিন তারই আসার কথা ছিল। তবে সেদিন চোট পেয়ে মেজাজ তিরিক্ষি থাকায় প্রধান কোচ স্টিভ রোডসকে পাঠিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচের আগেও পাওয়া গেল না অধিনায়ককে। এই ব্যাপারে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘কারণ (সংবাদ সম্মেলনে না আসার) তো নেই, মেটার অব চয়েস। পরে হয়ত আসবে।’

 

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago