খালেদার উপদেষ্টা ইনাম আহমদ আওয়ামী লীগে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ফুলের তোড়া উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
ইনাম আহমদ চৌধুরী গত বিএনপি সরকারের আমলে বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি এবার সিলেট-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ওই আসনে খন্দকার আবদুল মুকতাদিরকে ধানের শীষের টিকেট দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস ইংয়ের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Comments