সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
সরকার নির্ধারিত সর্বশেষ বেতন কাঠামোকে বৈষম্যমূলক উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ করছেন সাভারের গার্মেন্টস শ্রমিকেরা।
আজ (২০ ডিসেম্বর) সকাল থেকে সেখানকার কয়েকশ গার্মেন্টস শ্রমিক রাস্তায় নেমে এসেছেন।
ঘটনাস্থল থেকে আমাদের সাভার সংবাদদাতা জানান, সাভারের হেমায়েতপুরের ট্যানারি সড়কে সকাল ৯টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্যান্ডার্ড গ্রুপের তিনটিসহ মোট পাঁচটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
ঢাকা শিল্পাঞ্চল পুলিশ সুপার শামিনুর রহমান বলেন, “বিষয়টি সমাধানের জন্য গার্মেন্টস মালিকদের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে।”
এ ব্যাপারে সংশ্লিষ্ট গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে সেগুলোর নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা বলেন, “এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে পারবেন না।”
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে আট হাজার টাকা নির্ধারণ করে সরকার। যা ডিসেম্বর মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৫ হাজার ৩শ টাকা।
Comments