বড় দলগুলোর প্রতি সংখ্যালঘু নেতাদের কৃতজ্ঞতা

Hindu Buddhist Christian Oikya Parishad
২১ ডিসেম্বর ২০১৮, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি: স্টার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষার বিষয়গুলো উঠে আসায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, “আমরা দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই, কারণ তারা তাদের নির্বাচনী ইশতেহারে সমান অধিকার ও মর্যাদার বিষয়গুলোকে তুলে ধরেছে।”

আজ (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করতে চাই যে, নতুন সরকার গঠনের পর দলগুলো সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় যেসব অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করবে।”

এ সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থ রক্ষায় যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো পাঠ করে শোনান রানা দাশগুপ্ত।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago