কাঁদলেন ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জের নবীগঞ্জে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর দিবাগত গভীর রাতে দুই ট্রাক পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া।
Dr Reza Kibria
হবিগঞ্জের নবীগঞ্জে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করায় গ্রেপ্তারকৃতদের বাড়িতে গিয়ে স্বজনদের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ড. রেজা কিবরিয়া। ছবি: স্টার

হবিগঞ্জের নবীগঞ্জে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর দিবাগত গভীর রাতে দুই ট্রাক পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া।

আজ (২১ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বাড়িতে ছুটে যান রেজা কিবরিয়া। সেখানে তাদের স্বজনদের সঙ্গে নিজেও কান্নায় ভেঙে পড়েন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন: আউশকান্দি ইউনিয়ন যুবদল নেতা রুহেল, ইউপি মেম্বার আলম এবং করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন।

ড. রেজা কিবরিয়া অভিযোগ করে বলেন, “ট্রাকভর্তি পুলিশ এসে রাত ২টা থেকে আড়াইটার দিকে তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তাদের দোষ ছিলো তারা আমার সঙ্গে দেখা করেছিলো। আওয়ামী লীগ মনে করছে এগুলো করে দলটি জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু, তারা বুঝতে পারছে না তাদের জনপ্রিয়তা কতো কমে গেছে। জনগণ তাদের ওপর কতোটা ক্ষিপ্ত।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গ্রেপ্তারকৃতদের বাড়িতে গেলে আলম মেম্বারের মেয়েরা ড. রেজা কিবরিয়াকে ধরে কাঁদতে থাকেন। রুহেলের দুই বছর বয়সী মেয়েও কান্না করছিলো। তাদের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ড. রেজা কিবরিয়া। তিনিও কান্নায় ভেঙে পড়েন।

Comments

The Daily Star  | English

Hajj primary registration deadline set for October 23

The Religious affairs ministry today advised prospective Hajj pilgrims to complete primary registration for next year's Hajj by October 23.

17m ago