‘সংঘাত-সহিংসতা রাজনৈতিক সংস্কৃতির অংশ’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংঘাত-সহিংসতাকে ‘রাজনৈতিক সংস্কৃতির অংশ’ বলে মনে করছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
রাজশাহীতে আজ (২১ ডিসেম্বর) সকালে ‘নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক’ এক সচেতনতা কর্মশালায় এ ধরনের মন্তব্য করেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, “নির্বাচনের আগে কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এখনও ভয়াবহ আকার ধারণ করেনি। এগুলো রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, “সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের নির্বাচনে নারীদের প্রিসাইডিং অফিসারের দায়িত্বপালন থেকে বিরত রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা তাদের (নারী) প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিতে পারতাম, কিন্তু তা দেইনি। কারণ, এতে তাদের প্রতি অসম্মান দেখানো হতো এবং পরিবার থেকে তাদের আলাদা করে ফেলা হতো।”
নির্বাচন কমিশনের (ইসি) পাশাপাশি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা (ইউএন ওমেন), ইউএনডিপি এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন এই কর্মশালাটির আয়োজন করে।
Comments