তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে রিয়ালের আসেনসিও
এমনিতেই দল খুব একটা ভালো অবস্থানে নেই। তার উপর ইনজুরির কারণে কমপক্ষে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন মার্কো আসেনসিও। তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে তাকে পাচ্ছে না ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় মাঠের বাইরে যেতে হলো আসেনসিওকে। লালিগায় গত সপ্তাহে রায়া ভায়াকানোর বিপক্ষে সাইড স্ট্রেইনে চোট লাগে তার। এরপরও অবশ্য বুধবার ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিলেন তিনি। মূলত সেটাই কাল হয়ে দাঁড়ায় তার। ব্যথা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার অনুশীলন করেননি এ স্প্যানিশ।
শুক্রবার সকালে আবু ধাবির হোটেল থেকে চিকিৎসক নিকো মিহিচের সঙ্গে দেখা করেন আসেনসিও। সেখানেই পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে লস ব্লাঙ্কোসরা জানায়, ‘রিয়াল মাদ্রিদের চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষা জানা গেছে রেকটিয়াস ফেমোরিসের পেশীতে দ্বিতীয় গ্রেডের ইনজুরি রয়েছে আসেনসিওর। মাঠে ফিরতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।’
লা লিগায় চলতি মৌসুমের শুরু থেকেই সংগ্রাম করছে রিয়াল। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও সে দুর্দশা চলছে। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে তারা। তবে ঘরের মাঠে সিএসকে মস্কোর মতো দলের বিপক্ষে ০-৩ গোলের হার ভাবাচ্ছে দলটিকে।
Comments