নজিরবিহীন পুলিশি হয়রানি চলছে: ড. কামাল
নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীরা নজিরবিহীন পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলে আজ ফের অভিযোগ তুললেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, যেভাবে পুলিশকে কেন্দ্রীয়ভাবে এবং পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে তা নজিরবিহীন এবং এটি সংবিধান পরিপন্থী।
আজ ঢাকায় পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ড. কামালের অভিযোগ, পুলিশ প্রশাসন সারাদেশে কেন্দ্রীয়ভাবে আদিষ্ট হয়ে অভিযান চালাচ্ছে। এটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশে ব্যাঘাত ঘটাচ্ছে।
‘জনগণ যদি তাদের ভোট দিতে না পারে তবে তা দেশের স্বাধীনতার ওপর আঘাত করা হবে,’- মন্তব্য ড. কামালের।
নির্বাচনকে প্রহসনে পরিণত না করার আহ্বান জানিয়ে পুলিশের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র ও সংবিধানের প্রতি আপনাদের ন্যূনতম সম্মান দেখানো উচিত।
এই অবস্থায় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জনের পথে যাবে কি না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন যে, পরিস্থিতি যত খারাপই হোক তারা নির্বাচন থেকে সরে আসবেন না।
Comments