‘সাকিবের কাছে এরচেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া বিশাল লক্ষ্য তাড়াতেও টগবগিয়ে ছুটছিল উইন্ডিজ। তিন পেসার দেদারসে দিচ্ছিলেন রান। শিশিরে ভেজা মাঠে স্পিনারদের বল করাও ছিল বেশ কঠিন। এমন পরিস্থিতিতেও সাকিব আল হাসান চিনিয়েছেন নিজের জাত। মাত্র ২০ রান ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়দের ধসিয়ে দেন তিনি। এই নৈপুণ্যের পর স্পিন কোচ সুনীল যোশীর কাছে এরচেয়ে বেশি কিছু চাওয়ার নেই।
Sunil Joshi
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী। ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া বিশাল লক্ষ্য তাড়াতেও টগবগিয়ে ছুটছিল উইন্ডিজ। তিন পেসার দেদারসে  দিচ্ছিলেন রান। শিশিরে ভেজা মাঠে স্পিনারদের বল করাও ছিল বেশ কঠিন। এমন পরিস্থিতিতেও সাকিব আল হাসান চিনিয়েছেন নিজের জাত। মাত্র ২০ রান ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়দের ধসিয়ে দেন তিনি। এই নৈপুণ্যের পর স্পিন কোচ সুনীল যোশীর কাছে এরচেয়ে বেশি কিছু চাওয়ার নেই।

আগে ব্যাট করে বাংলাদেশের ২১১ রানের ইনিংসেও বড় অবদান ছিল সাকিবের। অপরাজিত ৪২ রানের ইনিংসে দলের রান ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন দুশো। পরে বল হাতে তিনিই নেন মূল ভূমিকা। শারীরিক অসুস্থতা নিয়েও অন্য বোলারদের বাজে দিনে নিজেদের সেরাটা ঢেলে দেন তিনি।

তৃতীয় ও শেষ ম্যাচের আগের দিন অনুশীলন করেনি বাংলাদেশ। টিম হোটেলে বিশ্রামে ছিলেন সাপোর্ট স্টাফরাও। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ককে প্রশংসায় ভাসালেন যোশী, ‘আমার মনে হয় সাকিব অসাধারণ একজন খেলোয়াড়। আমরা সবাই জানি সে কতটা তুখোড়। শুধু বাংলাদেশেই নয়, সব সংস্করণের দিকে যদি তাকান- টেস্ট, ওয়ানডে ক্রিকেট কিংবা টি২০ ক্রিকেট যাই হোক না কেন। সে দারুণ।’

‘এক টি-টোয়েন্টি ম্যাচে কেউ যদি ২০ রানে ৫ উইকেট নেয়, স্পিন কোচ হিসেবে এরচেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না। মাত্র ৮ জনের একটি বিশেষ ক্লাবে যোগ্য হিসেবেই জায়গা করে নিয়েছে সে।’

ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিন  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অনন্য রেকর্ড গড়েন সাকিব। কোন এক টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি (৪২) রান করার রেকর্ডও করেছেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

Comments

The Daily Star  | English

Bangladesh, Qatar ink 10 cooperation documents

Bangladesh and Qatar today signed 10 cooperation documents -- five agreements and five MoUs -- to strengthen ties on multiple fronts and help the relations reach a new height

20m ago