বিসিএলেই ‘বিপিএলের মহড়া’ আশরাফুলের

Ashraful
মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি

কদিন পরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) টি-টোয়েন্টির আসর। তার আগে দীর্ঘ পরিসরের সংস্করণ বিসিএলেই মারকাটারি ক্রিকেটের মহড়া যেন দিলেন মোহাম্মদ আশরাফুল, রনি তালুকদাররা। তবে তাদের অমন ঝড়ো ব্যাটিং অবশ্য ম্যাচ পরিস্থিতিই দাবি করেছিল।

আশরাফুল-রনির ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পূঁজি পেয়েছিল পূর্বাঞ্চল। পঞ্চম রাউন্ডের খেলায় শেষ সেশনে রান তাড়া করতে না গিয়েই কোনমতে দিন পার করে ম্যাচ ড্র করেছে দক্ষিণাঞ্চল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে নেমে ১৭৫ রান তুলতেই হারায় ৮ উইকেট। ইনিংস ঘোষণাও করে বসে এই রানে।

৮৭ রানের লিড পেয়ে ঝড়ো ব্যাট করে লক্ষ্য দিতে চেয়েছিল পূর্বাঞ্চল। রনি তালুকদার ৩৯ বলে ৫৮ আর আশরাফুল ৩৭ বলে ৫৪ করলে ৫ উইকেটে ১৫৯ করে ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। ৫৪ রানের ইনিংসে আশরাফুল মেরেছেন ৫ চার আর ১ ছক্কা।

এই দুজনের তান্ডনে ২৮ ওভারে ২৪৭ রানের লক্ষ্য পেয়েছিল দক্ষিণানাঞ্চল। বাকি সময়ে ৫ উইকেটে ১৩২ তোলার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।

প্রথম ইনিংসে ৬৯ রান করা দক্ষিণাঞ্চলের ফজলে মাহমুদ হয়েছেন ম্যাচ সেরা।

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ২৬২/৮ ইনিংস ঘোষণা

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ১৭৫/৮ ইনিংস ঘোষণা

পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস: ২১.৫ ওভারে ১৫৯/৫ ইনিংস ঘোষণা (রনি ৫৮, ইমরুল ৪, মুমিনুল ২২, আশরাফুল ৫৪, জাকির ১৮, রেজা ০*; শফিউল ১/২০, আল আমিন ০/২৫, মেহেদি ৩/৬০, রাব্বি ০/২২, রাজ্জাক ১/৩১)

দক্ষিণাঞ্চল দ্বিতী ইনিংস: ২৮ ওভারে ১৩২/৫ (এনামুল ৩২, মাহমুদ ২, রকিবুল ৮, আল আমিন জুনিয়র ১৬, তুষার ৯, সোহান ২৩*, মেহেদি ৩৯*; রেজা ২/৩৭, আবু জায়েদ ২/৩৮, খালেদ ০/৭, তাইজুল ১/৪১, আশরাফুল ০/৭)

ফল: ড্র

ম্যান অব দা ম্যাচ: ফজলে মাহমুদ

 

Comments

The Daily Star  | English

Two loud explosions heard in Iran capital: AFP

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

8h ago