[ভিডিও] ‘নৌকায় ভোট চাওয়ায়’ ওসি প্রত্যাহার
ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের পক্ষে ভোট চাওয়ায় নির্বাচন কমিশনারের নির্দেশে সাতক্ষীরার পুলিশ সুপার কলারোয়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে পাঠিয়ে দিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার দ্য ডেইলি স্টারকে আজ (২২ ডিসেম্বর) এ কথা জানান।
এর আগে গত ২০ ডিসেম্বর নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ওসি মারুফ আহমেদ বলেন, “আজকে আমি প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিবেন।”
তার এই বক্তব্যের ৪ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
Comments