‘নির্বাচনে জনগণের ঢল নামুক, ভোটকেন্দ্র হোক ভোটারের’
বিশ্বের বহু দেশে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও বাংলাদেশে তা এখনো একটি প্রায় অসম্ভব প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ভূমিকা দাবি করেছে ‘নাগরিকদের পক্ষে আমরা’ সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
আজ (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা আশা ব্যক্ত করে বলেন, “অনিশ্চয়তা, ভয়ভীতি আর সহিংসতার বিরুদ্ধে জনগণের শক্তি গড়ে উঠুক। নির্বাচনে জনগণের ঢল নামুক, ভোটকেন্দ্র হোক ভোটারের।”
অনুষ্ঠানে অনেকের মধ্যে অধ্যাপক আনু মোহাম্মদ, আহমেদ কামাল, শাহদীন মালিক এবং শিরিন হক সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্যে পাঁচ দফা প্রস্তাব দেন।
অনুষ্ঠানে অধ্যাপক গীতি আরা নাসরিন লিখিত বক্তব্যে বলেন, “নির্বাচনী প্রচার শুরুতে মুখেই সংঘটিত সহিংসতায় প্রাণহানির খবরে আমরা যুগপৎ শঙ্কিত এবং মর্মাহত হয়েছি। এসব কিছু দেখে শুনে এই ধারণাই মানুষের মনে পোক্ত হয় যে নির্বাচন কমিশন সংবিধানের কাছে নয় সরকারের কাছে অধিকতর দায়বদ্ধ। কমিশনাররা স্বাধীনভাবে কাজ না করে অনেকক্ষেত্রেই ক্ষমতাসীনদের আজ্ঞাবাহীর মতো আচরণ করছেন।”
Comments