রবিবার নিজ গ্রামে আমজাদ হোসেনের দাফন

amjad hossain
২২ ডিসেম্বর ২০১৮, এফডিসি-তে প্রয়াত পরিচালক আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: স্টার

আগামীকাল (২৩ ডিসেম্বর) জামালপুরে নিজ গ্রামে সমাহিত হবেন পরিচালক আমজাদ হোসেন। আজ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্ত ও সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে তার কর্মস্থল এফডিসিতে নিয়ে আসা হয়। এফডিসিতে প্রথম জানাজা শেষে চ্যানেল আই কার্যালয়ে নিয়ে যাওয়া হয় প্রয়াত পরিচালককে।

এফডিসিতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ববিতা, সুচন্দা, চম্পা, আনোয়ারা, তারানা হালিম, চিত্রনায়ক ফারুক, এটিএম শামসুজ্জামান, ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, হেলাল খান, ওমর সানি, ফেরদৌস, রিয়াজ, আরিফিন শুভ, সাইমন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ চলচ্চিত্র জগতের অনেক মানুষ।

আরও উপস্থিত ছিলেন সংগীতপরিচালক আলাউদ্দিন আলী, ফুয়াদ নাসের বাবু, সালাউদ্দিন লাভলু, এস এ হক অলিকসহ অনেকেই।

BFDC
২২ ডিসেম্বর ২০১৮, এফডিসি-তে প্রয়াত পরিচালক আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে আসা চিত্রনায়িকারা। ছবি: স্টার

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর ৭৬ বছর বয়সে মারা যান বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন।

এর এক সপ্তাহ পর ২১ ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ ঢাকায় এসে পৌঁছালে প্রথমে তার বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর আদাবরে বায়তুল আমান মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিলো।

গান, চিত্রনাট্য লেখা ও পরিচালনায় চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন। এছাড়াও, সরকার তাকে একুশে পদকেও ভূষিত করা হয়।

১৯৪২ সালের ১৪ অগাস্ট জামালপুরে জন্ম নেওয়া আমজাদ হোসেন চিত্রপরিচালনার বাইরে একজন লেখক, গীতিকার এবং অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

3h ago