সেনা নামছে সোমবার থেকে
সেনাবাহিনীর সদস্যদের আগামীকাল (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে মোতায়েন করা হচ্ছে। নির্বাচনের ছয়দিন আগে সেনা মোতায়েনের ইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সেনা মোতায়েনের ফলে নির্বাচনের পরিবেশ সুন্দর ও নিরপেক্ষ হবে।”
অপর এক বার্তায় জাতীয় ঐক্যফ্রন্টও স্বাগত জানিয়েছে ইসির সেনা মোতায়েনের সিদ্ধান্তকে। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন স্বাক্ষরিত বার্তায় বলা হয়, “আমরা আশা করি, সেনাবাহিনী জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিবে না, অথবা কোনো ব্যক্তি বা দলের পক্ষে কাজ করবে না।”
সেনাবাহিনী সবার জন্যে সমান সুযোগ সৃষ্টিতে সহযোগিতা করবে আশা করে বার্তায় আরও বলা হয় যে, সশস্ত্রবাহিনী ইতিবাচক ভূমিকা রাখবে।
Comments