‘নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নেই’

এক সপ্তাহ বাদেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মাঠপর্যায়ে ভোটের চালচিত্র জানতে দেশজুড়ে ঘুরছেন সংবাদকর্মীরা। ভোটারদের মুখ থেকে শুনছেন এবারের নির্বাচন নিয়ে তাদের ভাবনার কথা।

দ্য ডেইলি স্টারের দুজন সাংবাদিক শরিফুল ইসলাম ও তুহিন শুভ্র অধিকারী দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘুরে এসে জানাচ্ছেন নির্বাচন নিয়ে সাধারণত মানুষের মধ্যে যে ধরনের উৎসবের মেজাজ থকার কথা এবার সেটা অনেকটাই অনুপস্থিত। তারা বলেন, শুরুতে মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলে অনেকেই বলছেন যে নির্বাচনের পরিবেশ ভালো। কিন্তু সাংবাদিক পরিচয় দিয়ে কথা বাড়াতেই তারা মুখ খুলছেন। আসলে মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন। তারা ভাবছেন, তাদের কথা যদি কোনোভাবে ক্ষমতাসীনদের বিপক্ষে যায় সে হয়ত মামলা, হয়রানি এমনকি আক্রমণের শিকার হতে পারেন।

মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে তারা জানালেন, যেসব সাংবাদিক স্থানীয় পর্যায়ে কাজ করছেন নির্বাচন নিয়ে এমনকি তারাও এক ধরনের ‘সেলফ সেন্সরশিপ’র মধ্য দিয়ে যাচ্ছেন।

আসন্ন জাতীয় নির্বাচন, সমসাময়িক রাজনীতি, ঘটনা-দুর্ঘটনা ও তার ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে চলছে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজন নির্বাচন সংলাপ ২০১৮। অনুষ্ঠানে আজ (২৩ ডিসেম্বর) উপস্থিত ছিলেন সিনিয়র করেসপন্ডেন্ট শরিফুল ইসলাম ও স্টাফ করেসপন্ডেন্ট তুহিন শুভ্র অধিকারী। উপস্থাপনায় ছিলেন দ্য ডেইলি স্টারের প্ল্যানিং এডিটর শাখাওয়াত লিটন।

বিস্তারিত দেখতে ক্লিক করুন ভিডিওটিতে

Comments

The Daily Star  | English

Over 290 killed as Air India Dreamliner crashes into Ahmedabad college hostel

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

9h ago