যেভাবে জানা যাবে পিইসি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল

আজ (২৪ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাগুলোর ফল।
স্টার ফাইল ফটো

আজ (২৪ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাগুলোর ফল।

এসব পরীক্ষার ফল পাওয়া যাবে দুপুর ১টার পর।

যেভাবে জানা যাবে পিইসি পরীক্ষার ফল

এসএমএসের মাধ্যমে পিইসি পরীক্ষার ফল পেতে হলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: ডিপিই<স্পেস>থানা/উপজেলা কোড নম্বর<স্পেস>রোল নস্বর>২০১৮ এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এবতেদায়ি পরীক্ষার ফল পেতে হলে অপশনে গিয়ে লিখতে হবে: ইবিটি<স্পেস>থানা/উপজেলা কোড নম্বর<স্পেস>রোল নম্বর<স্পেস>২০১৮ এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

থানা বা উপজেলার কোড নম্বর হিসেবে লিখতে হবে সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইএমআইএস কোড নম্বরের প্রথম পাঁচটি সংখ্যা।

এছাড়াও, পরীক্ষার ফল পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইট (http://www.dpe.gov.bd), জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, উপজেলা/থানা শিক্ষা কার্যালয় এবং নিজ নিজ প্রাথমিক বিদ্যালয়ে।

Read More: JSC pass rate 85%, GPA 5 plummets​

Read More: Primary pass rate over 97%: Report​

যেভাবে জানা যাবে জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফল

জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফল পেতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: জেএসসি/জেডিসি<স্পেস>বোর্ডের প্রথম তিনটি অক্ষর<স্পেস>রোল নম্বর এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফিরতি মেসেজে পাঠানো হবে পরীক্ষার ফল।

এছাড়াও, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখা যাবে।

পরীক্ষাগুলোর ফলের সফট কপি ইমেলের মাধ্যমে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

11h ago