জেএসসি-তে মেয়েরা এগিয়ে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা বেশ ভালো অর্জন দেখিয়েছে।
আজ (২৪ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যখন পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেন, সেখানে দেখা যায় যে জিপিএ-৫ প্রাপ্তির হার বিগত বছরগুলোর তুলনায় কমেছে।
এ বছর জেএসসি পরীক্ষায় ১১ লাখ ৯২ হাজার ৮৫২ জন ছেলের বিপরীতে মেয়ের সংখ্যা ছিলো ১৪ লাখ ৬ হাজার ৩১৭ জন। গত বছর ১১ লাখ ২১ হাজার ২২ জন ছেলের বিপরীতে মেয়ের সংখ্যা ছিলো ১২ লাখ ৯১ হাজার ৬৮৯ জন।
এবার মোট ৬৬ হাজার ১০৮ জন জেএসসি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় যা তিনভাগের একভাগের সমান। এ বছর ৩৯ হাজার ৯০৫ জন মেয়ে এবং ২৮ হাজার ১৯০ ছেলে জিপিএ-৫ পেয়েছে।
জেএসসিতে গত বছরের তুলনায় এবার মোট পাশের হার বেড়ে হয়েছে ৮৫.২৮ শতাংশ। এর মধ্যে, মেয়েদের পাশের হার ৮৬.৪৩ শতাংশ এবং ছেলেদের ৮৫.১২ শতাংশ।
Comments