শীতকালীন দলবদল: রিয়ালের টার্গেট ফেকির, বার্সার রাশফোর্ড-রেবিওত-ডি জং
চলছে বড়দিনের ছুটি। টানা খেলার ধকল কাটাতে বিশ্রামে আছেন খেলোয়াড়রা। তবে বসে নেই ক্লাব কর্মকর্তারা। শীতকালীন দল বদলে চাহিদা মতো খেলোয়াড় কিনে ক্লাবের দুর্বলতা কাটাতে চাইছেন তারা। অন্যান্য দিনের মতো সোমবারও নতুন নতুন ট্রান্সফারের গুঞ্জন উঠেছে। তার কিছুটা তুলে ধরা হলো ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্য-
রিয়াল মাদ্রিদের টার্গেট লিঁওর নাবিল ফেকির
ফরাসী লিগে দারুণ সময় অলিম্পিক লিঁওর নাবিল ফেকির। আক্রমণাত্মক এ মিডফিল্ডার চলতি মৌসুমে ১৬ ম্যাচ খেলে ৬টি গোলও দিয়েছেন। জানুয়ারির ট্রান্সফারে তাকে দলে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। মূলত ভবিষ্যৎ চিন্তা করেই লুকা মদ্রিচের বিকল্প হিসেবে তাকে চাইছে দলটি।
সূত্র : মার্কা।
আদ্রিয়েন রেবিওত ও ফ্রাঙ্ক ডি জংকে চায় বার্সেলোনা
অনেক দিন থেকেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) আদ্রিয়েন রেবিওতকে পেতে চাইছে বার্সেলোনা। আলোচনা এগিয়েছেও অনেকটাই। তাকে পেতে চেয়েছিল ইংলিশ ক্লাব চেলসি ও লিভারপুলও। তবে শেষ পর্যন্ত লালিগাতে আসছেন এ ফরাসী তারকা।
রেবিওতকে পাওয়ার আলোচনা আগালেও আয়াক্সের ফ্রাঙ্ক ডি জং থেকে পিছু হটেনি বার্সেলোনা। নজরে আছেন এ ডাচ মিডফিল্ডারও।
সূত্র : মার্কা।
বার্সেলোনার লক্ষ্যে রাশফোর্ড
রিয়াল মাদ্রিদ ও এএসি মিলানের পর এবার ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে পেতে চাইছে বার্সেলোনা। হোসে মরিনহোর অধীনেই নিজেকে মেলে ধরা এ খেলোয়াড় অবশ্য চলতি মৌসুমে মাত্র ৫টি গোল করেছেন। তবে তাকে জানুয়ারিতেই পেতে চাইছে কাতালান ক্লাবটি।
সূত্র: দ্য এক্সপ্রেস
রামসির সঙ্গে জুভেন্টাসের চুক্তি এগিয়েছে অনেকটাই
চলতি মৌসুমের শেষে আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে ওয়েলসের অ্যারন রামসির। তাই তাকে পেতে চাইছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তবে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে তার আলোচনা অনেকটাই এগিয়েছে। কিন্তু জানুয়ারিতে নয় তাকে আগামী গ্রীষ্মেই ফ্রি এজেন্ট হিসেবেই পেতে চাইছে দলটি।
সূত্র: স্কাই স্পোর্টস।
রিবেরিতে চোখ গ্যালাতাসারের
ক্যারিয়ারের শেষ সময়ের খেলোয়াড়দের উপর বরাবরই চোখ থাকে তুর্কি জায়ান্ট গ্যালাতাসেরের। এবার তারা ফরাসী তারকা ফ্রাঙ্ক রিবেরিকে পেতে চাইছে। যদিও বায়ার্নের সঙ্গে এখনও দেড় বছরের চুক্তি রয়েছে তার। তবে তার আগে জানুয়ারিতেই তাকে পেতে চাইছে দলটি। মার্শেইতে যোগ দেওয়ার আগে ২০০৫ সালে গ্যালাতাসেরের হয়ে খেলেছেন রিবেরি।
সূত্র: ফানাতিক
Comments