মেসির বিস্ময়কর রেকর্ড!
গত মৌসুমের সেরা গোলদাতা হয়েও ব্যালন ডি’অর দৌড়ে সেরা তিনে ছিলেন না বার্সেলোনার প্রাণ-ভোমরা লিওনেল মেসি। অনেকেই তাতে তার শেষ দেখে ফেলছিলেন। কিন্তু এতে যেন উল্টো তাতিয়ে দেওয়া হয়েছে এ আর্জেন্টাইনকে। এখন পর্যন্ত চলতি মৌসুমে সেরা গোলদাতা তো বটেই আর বেশ কিছু দিকেই শীর্ষে রয়েছেন এ তারকা।
২০১৮-১৯ মৌসুমের প্রায় অর্ধেকটা শেষ। এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছেন এ তারকা। মাঝে ইনজুরির কারণে মাস খানেক ছিলেন মাঠের বাইরে। অন্যথায় নিজের রেকর্ডটা হয়তো করতে পারতেন আরও সমৃদ্ধ। হয়নি। কিন্তু যা হয়েছে তা করতে পারেননি কেউ।
চলতি মৌসুমে ইউরোপের সবচেয়ে বেশি গোল করেছেন -মেসি, সবচেয়ে বেশি এসিস্ট করেছেন- মেসি, সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন -মেসি, সবচেয়ে বেশি ড্রিবল করেছেন –মেসি, সবচেয়ে বেশি ফ্রিকিকে গোল দিয়েছেন -মেসি, প্রতি ৯০ মিনিটে সবচেয়ে বেশি মূল্যবান পাস দিয়েছেন -মেসি, ডিবক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল দিয়েছেন -মেসি।
আর চলতি ক্যালেন্ডার ইয়ারে ৫৪ ম্যাচে মোট ৭৭টি গোল মেসির। যার মধ্যে ৫১টি গোল দিয়েছেন নিজে আর বাকি ২৬টি গোল করিয়েছেন। বলে রাখা ভালো এ বছরে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন এ তারকা। গত নয় বছরের মধ্যে আট বছর কমপক্ষে ৫০টি করে গোল দিয়েছেন মেসি।
বর্তমানে বড়দিনের ছুটিতে বিশ্রামে আছেন সব দলের খেলোয়াড়রা। ছুটিতে আছেন মেসিও। আর ছুটিটা উপভোগ করতে আগের দিন জন্মভূমি রোজারিওতে গিয়েছেন তিনি। আর যাওয়ার আগে অবিশ্বাস্য রেকর্ড সঙ্গে নিয়েই জন্মভূমিতে পা রাখলেন।
খুব বেশি খারাপ কিছু না হলে ধরে নেওয়া যায় নিঃসন্দেহে আগামী বছরটাও ভালোই হবে মেসির। আর তাহলে দারুণ কিছুই অপেক্ষা করছে তার জন্য। ব্যালন ডি’অরের শীর্ষ তিনে জায়গা ফিরে পাওয়া তো বটেই, হয়তো পুরষ্কারটাই বগলদাবা করতে পারেন এ ক্ষুদে জাদুকর।
Comments