নাটোর-২: বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিনের ওপর ফের হামলা
নাটোর-২ (সদর, নলডাঙ্গা) আসনের বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবির ওপর ফের ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার নাটোর শহরের তেবাড়িয়া হাট এলাকায় নির্বাচনের জনসংযোগের সময় তার ওপর হামলা হয়।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জনসংযোগের সময় এই হামলায় ছবির পাঁচ জন সমর্থক আহত হন।
নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে পুলিশ উদ্ধার করেছে। তিনি আহত আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সামনেই ক্ষমতাসীন দলের লোকজন লাঠি মিছিল করেছে।
এর আগে ১৯ ডিসেম্বর নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী এলাকায় ছবির গাড়িবহরে হামলা হয়েছিল। ওই ঘটনায় তিনি নিজেও আহত হয়েছিলেন। সেই ঘটনাতেও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
Comments