যশোরে ৩ বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
যশোর-৩ আসনে বিএনপি’র প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণায় যাওয়ার সময় যশোর-মাগুরা মহাসড়ক থেকে তিন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই তিন নেতা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুন্নবী, ফাতেহপুর উপজেলা যুবদলের সভাপতি কামাল হোসেন বাবু।
এই তিনজন আজ (২৫ ডিসেম্বর) সকালে যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলামের সঙ্গে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন বলে জানা গেছে।
অমিত দ্য ডেইলি স্টারকে বলেন, “সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের পঞ্চবাড়িয়া এলাকা পার হওয়ার পর হঠাৎ একটি ট্রাক তাদের গাড়ির গতিরোধ করে। এরপর, ট্রাক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেমে এসে এই তিনজনকে আটক করে নিয়ে যায়।”
এ ঘটনায় র্যাব ও পুলিশের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন অমিত।
Comments