সিইসি’র বৈঠক থেকে বেরিয়ে গেলেন ঐক্যফ্রন্টের নেতারা

Mirza Fakhrul Islam Alamgir
২৫ ডিসেম্বর ২০১৮, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা’র সঙ্গে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

“অশোভন আচরণের” অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা’র সঙ্গে চলমান বৈঠক থেকে বের হয়ে এসেছেন প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

আজ (২৫ ডিসেম্বর) বৈঠক থেকে বের হওয়ার আগে সিইসি’র সঙ্গে তারা দুই ঘণ্টার বৈঠক করেন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বের হয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “তার (সিইসি) ব্যবহার শোভন ছিলো না।”

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আমরা তার (সিইসি) এমন ব্যবহার মেনে নিতে পারিনি। আমরা যখন পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতে শুরু করলাম, তখন তিনি তাদের পক্ষ নিলেন।”

উল্লেখ্য, বেলা ১২টায় শুরু হওয়া বৈঠকটি কোনো ফলাফল ছাড়াই দুপুর ২টার দিকে শেষ হয়।

Comments

The Daily Star  | English

Iran fires back at Israel after onslaught targets nuclear facilities

Air raids sirens and explosions rang out across Israel after Prime Minister Benjamin Netanyahu took to the airways to issue a word of caution, saying he expected "several waves of Iranian attacks" in response

10m ago