নাটোরে প্রথম আলোর সব কপি কিনে নিলেন ছাত্রলীগ নেতা
নাটোর শহরে মঙ্গলবারের প্রথম আলোর সমস্ত কপি ছাত্রলীগের এক নেতা কিনে নিয়েছেন। এব্যাপারে ছাত্রলীগের ওই নেতা বাংলা দৈনিকটিকে বলেছেন, ‘প্রয়োজন ছিল, তাই কিনে নিয়েছি।’
পত্রিকার সব কপি একজনই কিনে ফেলায় নাটোর শহরের পাঠকেরা আজকের প্রথম আলোর প্রিন্ট সংস্করণ হাতে পাননি বলে পত্রিকাটির অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আজ প্রথম আলোতে ‘সাংসদ শফিকুল বললেন, যাঁরা নৌকায় ভোট দেবেন,তাঁরা কেন্দ্রে যাবেন’ ‘সমাবেশ ঠেকাতে গণ হামলা?’ ও ‘বিএনপি নেতারা তালাবদ্ধ আধা ঘণ্টা পর মুক্ত’ শিরোনামে নাটোরের তিনটি প্রতিবেদন ছাপা হয়েছে।
এর মধ্যে নাটোর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের বক্তব্যের খবর গতকাল সোমবার প্রিন্ট সংস্করণে প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। অনলাইন সংস্করণে সাংসদের বক্তব্যের ভিডিওটিও যুক্ত করে দেওয়া হয়। ১৭ ডিসেম্বরের ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থক ছাড়া অন্য কেউ যেন ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে না যেতে পারে সেটি নিশ্চিত করার জন্য ছাতনি গ্রামে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিচ্ছেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল।
নাটোরে প্রথম আলোর বিক্রয় প্রতিনিধিরা ভোর পৌনে ছয়টায় প্রথম আলো প্রতিনিধিকে মুঠোফোনে জানান, শহর ছাত্রলীগের পক্ষ থেকে আজকের প্রথম আলো পত্রিকা বিলি না করার জন্য বলা হয়। এর কিছুক্ষণ পর পৌর ছাত্রলীগের সভাপতি শহরের কানাইখালী পুরোনো বাসস্ট্যান্ডে এসে বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে সমস্ত প্রথম আলো নিয়ে যান। পরে দাম দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাটোর শহর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল সাকি ওরফে শুভ প্রথম আলো পত্রিকার আজকের সব কপি কেনার কথা স্বীকার করে বলেন, ‘প্রয়োজন ছিল, তাই কিনে নিয়েছি। মূল্যও পরিশোধ করা হবে। গ্রাহকদের সাময়িক কষ্টের জন্য ক্ষমা চাচ্ছি।’
Comments