কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গয়েশ্বর আহত

ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। মাথায় জখমসহ তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত অবস্থায় গয়েশ্বর চন্দ্র রায়কে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। মাথায় জখমসহ তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান দ্য ডেইলি স্টারকে বলেন, মিছিল নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় কদমতলীর দিকে যাচ্ছিলেন। পাশেই আওয়ামী লীগের একটি সমাবেশ চলছিল। এসময় দপুক্ষের মধ্যে ইটপাটকেল বিনিময় হয়। সংঘর্ষে লিপ্ত নেতাকর্মীদের পুলিশ ছত্রভঙ্গ করেছে।

তিনি বলেন, এই ঘটনায় গয়েশ্বর আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।

প্রচারাভিযানে গয়েশ্বরের সঙ্গে থাকা বিএনপি নেতা আমিনুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে চুনকুটিয়া পরিচর্যা হাসপাতালের সামনে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এতে গয়েশ্বর ছাড়াও আরও প্রায় ২৫-৩০ জন আহত হয়েছেন। হামলার পর গয়েশ্বরকে কাকরাইলের ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

5h ago