হাবিবুর রহমান হাবিব গুরুতর আহত

habibur rahman habib
২৬ ডিসেম্বর ২০১৮, ঈশ্বরদীতে পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ (২৬ ডিসেম্বর) ঈশ্বরদীতে নিজ নির্বাচনী এলাকায় তার ওপর এই হামলা চালানো হয়।

সন্ধ্যা ৬টায় হেলিকপ্টারে করে তাকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের এক জন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হামলার পর হাবিবুর রহমান হাবিবের শরীর থেকে থেকে আশঙ্কাজনকভাবে রক্তক্ষরণ হচ্ছিল। প্রথমে তাকে  ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অপারেশন থিয়েটারেও নেওয়া হয়েছিল।

হাবিবুর রহমান হাবিবের ভাগনে সুমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আজ ঈশ্বরদীতে হাবিবের নির্বাচনী পথসভা করার কথা ছিলো। সে উপলক্ষে বেলা পৌনে ১২টার দিকে তিনি আলহাজ স্কুল মাঠে জমায়েত হলে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে তমাল তার লোকজন নিয়ে প্রকাশ্যে গুলি করতে করতে এসে তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ১০/১৫ নেতাকর্মী আহত হয়েছেন।”

এসময় ধারালো রামদা দিয়ে হাবিবুর রহমান হাবিবকে কোপানো হয় বলে জানান সুমন। এতে হাবিবের শরীরে বেশ কয়েকটি গভীর ক্ষত তৈরি হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে আট ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

6h ago