ঝিনাইদহ-৩: ধানের শীষের প্রার্থী মতিউর রহমান সস্ত্রীক গ্রেপ্তার
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে মনোনিত প্রার্থী মতিউর রহমানকে স্ত্রীসহ রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মতিউর রহমানের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তিনি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।
পুলিশ বলছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় রায়েরবাজারে মেয়ের বাসা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে, নাজমাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, এগুলো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহার করা হতো।
Comments