নির্বাচনে সাংবাদিকদের চলাচল নির্বিঘ্ন করতে সম্পাদক পরিষদের আহ্বান
নির্বাচনের সময় গণমাধ্যম সংশ্লিষ্ট যানবাহনের মুক্ত চলাচল নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রতি দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। সেই সঙ্গে সাংবাদিকরা যেন মোটরসাইকেল ব্যবহার করতে পারে সেটি নিশ্চিত করার জন্যও দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের এই সংগঠনটি আহ্বান জানিয়েছে।
বুধবার (২৬ডিসেম্বর) সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক চিঠিতে সিইসি কাছে এই দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়, নির্বাচনের দিন, এর আগের দিন এবং নির্বাচনের পরের দিন সারাদেশে সাংবাদিক, সংবাদকর্মী, মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করা হোক। সেই সঙ্গে সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়।
Comments