ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকেল ৩টায়
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ (২৭ ডিসেম্বর) বিকেল তিনটায় রাজধানীর পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারি হামিম দ্য ডেইলি স্টারকে জানান, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।
Comments