সাহস করে মাঠে থাকুন: ড. কামাল
নির্বাচনের দিন জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থকদের মাঠ না ছাড়ার আহ্বান জানিয়ে জোটের নেতা ড. কামাল হোসেন বলেছেন, সাহস করে সবাই মাঠে থাকুন। একদিকে ১৬ কোটি মানুষ, অন্যদিকে অহংকারী কিছু মানুষ, যারা নিজেদের দেশের মালিক মনে করে। নির্বাচনে ১৬ কোটি মানুষের বিজয় হবে।
আজ মতিঝিলে ড. কামালের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে পুরানা পল্টনে জোটের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, নির্বাচনই নিশ্চিত করবে দেশের মালিকানা জনগণের। জনগণের ভোট পেলে সরকারের তো তিন নম্বরি কাজ করার দরকার নেই। সাহস করে সবাই মাঠে থাকুন।
ড. কামাল বলেন, নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ দেখেছি। জনগণ এখন পরিবর্তনের পক্ষে। গণতন্ত্রকে খাটো করে উন্নয়নের কথা ৫০ বছর পুরনো। উন্নয়নে গণতন্ত্র আর মানবাধিকার থাকতে হবে।
পরিবর্তনের পক্ষে সারাদেশে বিপুল সাড়া পড়েছে উল্লেখ করে এই প্রবীণ নেতা বলেন, কোনো দলের নয়, নির্বাচনে ১৬ কোটি মানুষের বিজয় হবে। এই নির্বাচন শহীদদের স্বপ্ন বাস্তবায়নের। আমাদের বাস্তব ভিত্তি শহীদদের স্বপ্ন।
‘ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে দলীয়করণ করবে না, দলীয়করণ থেকে মুক্ত হতেই আমরা এক হয়েছি। দলীয়করণ মানে জমিদারি, ভোট দিয়ে এ থেকে মুক্ত হবো। ধানের শীষে ভোট দিলে এ থেকে মুক্ত হবেন। ধানের শীষ দলের নয়, সবার ঐক্যের প্রতীক।’
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতিমধ্যে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। কারণ তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জিততে চাচ্ছে। দেশের মানুষ পরিবর্তন দাবিতে ঐক্যবদ্ধ।
আর কাদের সিদ্দিকী বলেন, ইতিহাসের বিশ্বাসঘাতকদের তালিকায় স্থান পাবে বর্তমান ইসি।
Comments