স্মিথের বিপিএলে খেলার পথ খুলল
স্টিভেন স্মিথ বিপিএলে খেলছেন কিনা তা নিয়ে কদিন থেকে চলছিল দোলাচল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে দলে ভেড়ানো পরই উঠে হাইপ। কিন্তু অন্য ফ্রেঞ্চাইজিগুলোর আপত্তির মুখে অনিশ্চিত হয়ে গিয়েছিল তার বিপিএলে খেলা। তবে এবার জটিলতা কাটিয়ে তার বিপিএলে খেলার পথ তৈরি হয়েছে। আসছে বিপিএলে তাই কুমিল্লার হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে।
স্মিথকে দলে ভেড়ানোর পরই ফ্রেঞ্চাইজিগুলোর আপত্তি ছিল, ড্রাফটের বাইরে গিয়ে তাকে দলে নিয়েছে কুমিল্লা। নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে আর কাউকে নেওয়ার সুযোগ নেই। এরপরই অনিশ্চিত হয়ে যায় স্মিথের বিপিএল খেলা।
তবে যা নিয়ে আপত্তি, ওই নিয়মই বদলে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করে বলেছেন, ‘ফ্রেঞ্চাইজিগুলো বিপিএল গভর্নিং কাউন্সিলকে অনুরোধ করেছিল প্লেয়ার্স ড্রাফটের বাইরে আরও একজন খেলোয়াড় নেওয়ার সুযোগ দিতে। কারণ ওই সময় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে ড্রাফটের অনেককে পাওয়া যাবে না। এটা বিবেচনায় নিয়ে প্লেয়ার্স ড্রাফটের বাইরে আরও একজন খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’ স্মিথ বিপিএলে খেলছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।
বল টেম্পারিং বিতর্কে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর নিষিদ্ধ থাকা স্মিথ বর্তমানে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন ফ্রেঞ্চাইজি লিগ। তিনি বিপিএল খেলতে এলে টুর্নামেন্টটির জৌলুস বাড়বে বলে মনে করেন কুমিল্লা। দলে নেওয়ার পর বিপিএল খেলতে নিজের রোমাঞ্চের কথাও জানিয়েছিলেন স্মিথ।
Comments