পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয় ভবনে আগুন

রাজধানীর পল্টনে ১৫ তলা জামান টাওয়ারে আগুন লেগেছে। এই ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।
প্রিতম জামান টাওয়ারের নবন তলায় আগুন লেগেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে প্রিতম জামান টাওয়ারে আগুন লেগেছে। ১৫ তলা এই ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

এই ভবনটির তৃতীয় তলায় জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়। এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারী হামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, জোটের কার্যালয়ে আগুন লাগেনি। তবে তারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারেন।

ভবনটির নবম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের কার্যালয়। এখানেই আগুনের সূত্রপাত হয়।

ভবনের ১৫ তলায় অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেট এর কার্যালয়। সেখানে কর্মরত একজন দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন লাগার পর তাদের প্রায় সবাই নিচে নেমে আসতে পারলেও সাত জন ছাদে আটকা পড়েন। বিকেল সাড়ে ৪টায় ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে তাদের নামিয়ে আনেন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now