সিয়ামের নতুন ছবি ‘বিট কয়েন স্ক্যাম’

Siam Ahmed
অভিনেতা সিয়াম। ছবি: স্টার

নতুন প্রজন্মের আলোচিত নায়ক সিয়ামকে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত পরিচালক দীপঙ্কর দীপনের ‘বিট কয়েন স্ক্যাম’ ছবিতে। ছবিটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র থেকে এমন তথ্য জানা গেছে।

বর্তমানে ছবির পরিচালক ও নায়কের মধ্যে পারিশ্রমিক ও শুটিংয়ের তারিখ নিয়ে কথাবার্তা চলছে বলে জানান সূত্রগুলো।

‘বিট কয়েন স্ক্যাম’ ছবির মূল থিম হলো দেশের ও সাধারণ মানুষের টাকা যেনো দেশেই থাকে, দেশ থেকে পাচার না হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে ছবিটি।

‘পোড়ামন-২’ এবং ‘দহন’ ছবিতে অভিনয় করে প্রশংসিত ও আলোচিত হয়েছেন সিয়াম। ‘পোড়ামন-২’ চলতি বছরের বাণিজ্যিক ঘরানার সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে খ্যাতি পেয়েছে।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

16m ago