আটকের ২ ঘণ্টার মধ্যে থানা থেকে আ. লীগ কর্মীকে ছাড়িয়ে নিলেন একেএম বাহাউদ্দিন
আটকের দুই ঘণ্টার মধ্যে কুমিল্লায় আওয়ামী লীগের এক কর্মীকে ছাড়িয়ে নিলেন কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী এ কে এম বাহাউদ্দিন।
আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, গ্রেপ্তার হওয়া অনুসারী সৈয়দ রায়হানকে ছাড়িয়ে নিতে শতাধিক লোক নিয়ে থানায় গিয়েছিলেন বাহাউদ্দিন। এই ঘটনার মাত্র দুই ঘণ্টা আগে রায়হানকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আজ শুক্রবার দুপুর ২টার দিকে কোতোয়ালী থানার পুলিশ সৈয়দ রায়হানকে গ্রেপ্তার করে। খবর পেয়েই একেএম বাহাউদ্দিন যিনি কুমিল্লা-৬ আসনের বর্তমান এমপি—তাকে ছাড়িয়ে নিতে থানায় যান। তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশের ওই সূত্রটি।
থানায় গিয়ে বাহাউদ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করার কিছুক্ষণের মধ্যেই রায়হানকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি আবু সালাম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ভুল বোঝাবুঝি থেকে তাকে আটক করা হয়েছিল। সে কোনো অপরাধ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কয়েকজন দ্য ডেইলি স্টারকে বলেন, রায়হান দলের ভেতরেই প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপের হয়ে কাজ করছিল। তবে সে কয়েক দিন আগে থেকে পক্ষ পরিবর্তন করে এমপি বাহাউদ্দিনের সঙ্গে রয়েছে।
Comments