তুমি যদি ঘুরে দাঁড়াও, তবেই বাংলাদেশ: তরুণদের উদ্দেশে ড. কামাল
আগামীকাল রোববার সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, মানুষের মনে এখনো অনেক সংশয়, সন্দেহ। এ সংশয় দূর করা খুবই জরুরি। আমি ভোটারদের অনুরোধ করব আপনারা সকাল সকাল কেন্দ্রে যান, ভোট দিন, আপনারা ভয় পাবেন না, আপনারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে।
আজ শনিবার “ভোটারসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ড. কামাল হোসেনের আহ্বান ও অনুরোধ” শিরোনামে এক বিবৃতিতে এসব কথা বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক।
নিরাপদ সড়ক আন্দোলনের সময় জনপ্রিয়তা পাওয়া একটি স্লোগান তুলে ধরে ড. কামাল বিবৃতিতে বলেন, “তরুণ সমাজ, তোমরা যারা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছ, তারা সময়মতো ভোট দিতে যাবে। মনে রাখবে, ‘যদি তুমি ভয় পাও, তবেই তুমি শেষ; তুমি যদি ঘুরে দাঁড়াও, তবেই বাংলাদেশ।”
নির্বাচনে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে রয়েছেন যারা তাদের উদ্দেশে ড. কামাল বলেন, “সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ভিডিপি, টিডিপি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জড়িতদের প্রতি অনুরোধ, আপনারা অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করুন। বিশ্বব্যাপী শান্তি রক্ষায় আপনাদের ভূমিকা প্রশংসিত হচ্ছে, সে প্রশংসার ফলে সারা বিশ্বে আপনাদের সুযোগ বেড়েছে, কোনো অবস্থাতেই যাতে তা ব্যাহত না হয়, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।”
নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের উদ্দেশে ড. কামালের আহ্বান, “নির্বাচন কমিশন, এর কর্মকর্তা-কর্মচারী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন।আপনি যদি কারো অধিকার হরণ করেন, তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার মা, বাবা, স্ত্রী, সন্তানের অধিকার হরণ করবে।এটা করলে জনগণ, ইতিহাস ও আইন আপনাদের ক্ষমা করবে না।”
“সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলব, আপনারা কোনো দলের নয়, জনগণের সেবক। জনগণ দেশের মালিক, দেশের মালিকদের তাদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করবেন না, কোনো অন্যায় নির্দেশ মানবেন না। ”
তার আরও আহ্বান, “আসুন, আমরা ভোট দিই, আপনার ভোট খুবই মূল্যবান, কেননা আপনি দেশের মালিক। আল্লাহ আমাদের সহায় হোন।”
Comments