সাংবাদিক পরিচয়পত্র গেলো ক্ষমতাসীন দলের লোকজনের হাতে!

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য কতগুলো সাংবাদিক পরিচয়পত্র প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে তা না জানানো হলেও, ক্ষমতাসীন দলের অনেকেই এ ধরনের পরিচয়পত্র বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

কুমিল্লা ও লালমনিরহাটে কর্মরত প্রথম সারির গণমাধ্যমের অনেক সাংবাদিককে পরিচয়পত্র দেওয়া হয়নি বলে জানা যায়। তাদের দাবি, মাছরাঙা টেলিভিশন ও এনটিভি’র কুমিল্লা প্রতিনিধি কোনো পরিচয়পত্র পাননি।

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য কয়েকদিন আগে থেকে ইসি সচিবালয় এবং প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের এসব পরিচয়পত্র প্রদান করেন।

গতকাল (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ইসি সচিবালয় ঘুরে ‘সাংবাদিক পরিচয়পত্র’ ও ‘মোটরগাড়ির স্টিকার’ সংগ্রহের জন্য অনেক লোককে অপেক্ষা করতে দেখেছেন আমাদের দ্য ডেইলি স্টারের একজন প্রতিবেদক।

গতকাল পর্যন্ত ইসির পক্ষ থেকে কতগুলো পরিচয়পত্র প্রদান করা হয়েছে জানতে চাইলে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, “এখন এই সংখ্যা জানানো সম্ভব নয়। আগামীকাল (আজ) বলা যাবে।”

নাম না জানানোর শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান যে তারা সাংবাদিকদের জন্য ইস্যুকৃত ‘নাম ও পরিচয়বিহীন’ পরিচয়পত্র পেয়েছেন।

তাদের একজন বলেন যে, তিনি এ ধরনের ২০০ পরিচয়পত্র পেয়েছেন। সেগুলোতে ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের নাম লিখে পূরণ করে দেওয়া নির্দেশ দিয়েছেন দলের এক জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, “নির্দেশ মোতাবেক আমি এগুলো পূরণ করেছি। প্রতিষ্ঠানের নামের জায়গায় আমার ইচ্ছেমতো গণমাধ্যম প্রতিষ্ঠানের নাম বসিয়ে দিয়েছি।”

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago