ঢাকা-৫: এক কেন্দ্রে দুই ঘণ্টায় ৭০০ ভোট

ঢাকা-৫ আসনে মাতুয়াইল ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে মাত্র দুই ঘণ্টায় ৭০০ ভোট পড়েছে। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর অস্বাভাবিক দ্রুততায় ভোট পড়েছে সেখানে।
ফাইল ছবি

ঢাকা-৫ আসনে মাতুয়াইল ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে মাত্র দুই ঘণ্টায় ৭০০ ভোট পড়েছে। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর অস্বাভাবিক দ্রুততায় ভোট পড়েছে সেখানে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান নিজেই এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। যে গতিতে সেখানে ভোট চলেছে সে অনুযায়ী প্রতি বুথে মিনিটে একটিরও বেশি ভোট পড়েছে।

ওই কেন্দ্রে অবস্থান করা দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩,২৬৭ জন। পাঁচটি বুথে ভোটগ্রহণ চলছে সেখানে। এই কেন্দ্র ছাড়াও আশপাশের ভোটকেন্দ্রগুলোতে কোনো বিরোধী দলের পোলিং এজেন্টের দেখা পাওয়া যায়নি।

Comments