কত কেন্দ্র দখল হয়েছে হিসাব করা বাদ দিয়েছি: রেজা কিবরিয়া
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের প্রার্থী রেজা কিবরিয়া ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগ করেছেন। আজ (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন চলাবস্থাতেই সাড়ে ৩টার দিকে তিনি এই অভিযোগ করেন।
দ্য ডেইলি স্টার অনলাইনকে রেজা কিবরিয়া জানান, তার সর্বশেষ হিসাব অনুযায়ী ১৭৬টি কেন্দ্র ক্ষমতাসীনদের হাতে দখল হয়ে যাওয়ায় নির্বাচনের ফল নিয়ে তিনি আর কোনো প্রত্যাশা করছেন না।
রেজা কিবরিয়া বলেন, “সকাল ১১টার মধ্যে বুঝতে পারলাম যে আমার আসনে অন্তত ৩০টি কেন্দ্র দখল হয়ে গেছে। এরপর দুপুরের পর যে খবর আসলো, তাতে হিসেব করে দেখি যে, প্রায় ১৭৬টি কেন্দ্র ক্ষমতাসীন দলের লোকজন দখল করে নিয়েছেন। তাই আমি আর হিসাব করা বাদ দিয়েছি। এই নির্বাচনের ফল নিয়ে আমার আর তেমন কোনো প্রত্যাশাও নেই।”
তিনি আরও বলেন, “আমার নেতা-কর্মীদের বলে দিয়েছি নিরাপদে থাকতে। এই নির্বাচন তো আর সুষ্ঠু হয়নি। তবে, কিছুদিন পরেই হয়তো আরও একটি নির্বাচন হবে।” বাংলাদেশে একদিন সত্যিকারের নির্বাচন হবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
Comments