রিকশায় চড়ে ভোটকেন্দ্রে শাকিব খান

মাকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে ভোটকেন্দ্রে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। ছবি: স্টার

দেশের সাধারণ মানুষের সঙ্গে আজ (৩০ ডিসেম্বর) তারকারাও মেতেছিলেন ভোট-আনন্দে। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ভোট দিয়েছেন গুলশান-২ এর মডেল স্কুল ভোটকেন্দ্রে।

বিকালে সাড়ে তিনটার দিকে রিকশায় চড়ে মা রেজেয়া বেগমকে সঙ্গে নিয়ে তিনি ভোটকেন্দ্রে হাজির হন।

নিজের গণতান্ত্রিক অধিকার হিসেবে ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন শাকিব। বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোট দিলাম। অনেক পুরনো বন্ধুদের সাথেও দেখা হয়ে গেলো এখানে এসে।”

Comments