বিএনপি’র এজেন্ট না এলে, কি করার আছে: সিইসি
বিরোধীদলীয় এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, “বিএনপি’র এজেন্টরা কেন্দ্রে না আসলে কী করার আছে?”
আজ (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
তিনি বলেন, “এখন পর্যন্ত সারাদেশে নির্বাচনের পরিবেশ ভালো। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।”
এবারের নির্বাচন আগের বারের নির্বাচনের কালিমা ঘোচাতে পারবে কি না?- এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “নির্বাচন শেষ হোক। এর আগে কিছু বলা যাবে না।”
কোনো কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখার জন্য নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Comments