আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে রুমানা
চলতি বছর দারুণ কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদের। ব্যাটে বলে দুই বিভাগেই অনবদ্য পারফর্ম করেছেন। বিশেষ করে বল হাতে ছিলেন দুর্দান্ত। আর তার পুরষ্কার পেলেন এ অলরাউন্ডার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা কোন একাদশে জায়গা পেলেন রুমানা।
চলতি বছরে প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারে বাংলাদেশ। এশিয়া কাপ জয় করে দলটি। আর সে জয়ে দারুণ ভূমিকা ছিল রুমানার। উইকেট নিয়েছিলেন ১০টি। ফাইনালে ভারতের বিপক্ষেও মূল্যবান ২টি উইকেট পেয়েছিলেন। এছাড়া নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাইয়ে ১০ উইকেট নিয়ে রেখেছেন বড় অবদান। সব মিলিয়ে চলতি বছরে মোট ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তাতে উইকেট নিয়েছেন ৩০টি। যা নারী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
বর্ষসেরা টি-টোয়েন্টি স্কোয়াডে অস্ট্রেলিয়ার আছেন চার ক্রিকেটার- অ্যালিসিয়া হিলি, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার ও মেগান শুট। আর ভারতের তিনজন- স্মৃতি মন্দনা, হারমানপ্রিৎ কর ও পুনম যাদব। নিউজিল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন দুইজন- সুজি বিটস ও লি কাসপেরেক। একাদশের অপর খেলোয়াড়টি ইংল্যান্ডের নাটালি শিভের।
চলতি ক্যালেন্ডার ইয়ার ২০১৮ এর (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) পারফরম্যান্স বিবেচনা করে আইসিসির ১২ জন ভোটার তাদের সিদ্ধান্ত জানান। তাদের ভোটেই স্কোয়াডে জায়গা পেয়েছেন রুমানা। একই দিনে বর্ষসেরা সেরা ওয়ানডে একাদশও ঘোষণা করেছে আইসিসি। তবে সেখানে বাংলাদেশের কোন খেলোয়াড় জায়গা পাননি।
Comments