বড়দিনের ছুটি শেষে অনুশীলনে বার্সেলোনার খেলোয়াড়রা
বড় দিনের কারণে বেশ লম্বা বিরতিই পেয়েছে বার্সেলোনার খেলোয়াড়রা। বড়দিনের ছুটি শেষে লালিগার মিশন আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হলেও বার্সেলোনার মিশন শুরু হবে ৬ জানুয়ারি। তবে তাতে কি, এর আগেই অনুশীলন শুরু করে দিয়েছে দলটি। গতকালই ন্যু ক্যাম্পে উপস্থিত ছিলেন দলের অধিকাংশ খেলোয়াড়।
বার্সেলোনার জন্য আনন্দের সংবাদ বড়দিনের ছুটির পর তাদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন স্যামুয়েল উমতিতি। চলতি মৌসুমের শুরুতেই হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন বিশ্বকাপ জয়ী এ ফরাসী তারকা। গত এক মাস কাতারের দোহায় পুনর্বাসনে ছিলেন তিনি। তবে সতীর্থদের সঙ্গে নয়, গতকাল তিনি জিমনেশিয়ামে অনুশীলন করেছেন।
এছাড়াও ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সের্জি রোবার্তো। সতীর্থদের সঙ্গেই গতকাল অনুশীলন করেছেন এ তরুণ। গত ২৬ নভেম্বর অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি।
ল্যাটিন আমেরিকার খেলোয়াড়দের আগামী বুধবার পর্যন্ত ছুটি থাকলেও এখনই অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। জেরার্দ পিকে, উসমান দেম্বেলে, সের্জিও বুস্কেতস, ইভান রাকিতিচ, মার্ক টের স্টেগানদের সঙ্গে উপস্থিত ছিলেন বার্সেলোনা বি দলের খেলোয়াড়রাও। মিরান্দা, চুমি, ওরিওল বুস্কেতস, রিকি পুইগ এবং কিয়ায়াদো ছিলেন অনুশীলনে। এছাড়া নতুন দুই খেলোয়াড় মুসা ওয়াগি ও জেইসন মুরিলোও যোগ দিয়েছেন অনুশীলনে।
তবে ছুটিতে আছেন দলের অপর দুই ব্রাজিলিয়ান আর্থার মেলো ও ম্যালকম। ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদালও। এছাড়াও বুধবার পর্যন্ত ছুটিতে আছেন মুনির আল হেদ্দাদি।
বড়দিনের পর শুরুতেই প্রতিপক্ষের মাঠে খেলতে হবে বার্সেলোনাকে। আগামী ৬ জানুয়ারি গেটাফের মাঠে খেলবে এরনাস্তো ভালভারদের দল।
Comments