২০১৮: যাদের হারিয়েছি

২০১৮ সালে সংস্কৃতি-অঙ্গন অনেককেই হারিয়েছে। সংস্কৃতির বিভিন্নক্ষেত্রে তাদের অবদান চিরস্মরণীয়। সেসব বরেণ্য ব্যক্তিদের তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের কাছে।
Ayub Bachchu
ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। ছবি: স্টার ফাইল ফটো

২০১৮ সালে সংস্কৃতি-অঙ্গন অনেককেই হারিয়েছে। সংস্কৃতির বিভিন্নক্ষেত্রে তাদের অবদান চিরস্মরণীয়। সেসব বরেণ্য ব্যক্তিদের তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের কাছে।

আইয়ুব বাচ্চু

২০১৮ সালের ১৮ অক্টোবর রূপালি গিটারের রাজপুত্র ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। নিজ বাসায় হার্ট অ্যাটাকের পর সকাল সাড়ে ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আমজাদ হোসেন

চলচ্চিত্র নির্মাতা, লেখক আমজাদ হোসেন ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শাম্মী আক্তার

২০১৮ সালের ১৬ জানুয়ারি সংগীতশিল্পী শাম্মী আক্তার মারা যান। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। ১৬ জানুয়ারি শরীর হঠাৎ বেশি খারাপ হলে হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

আলী আকবর রুপু

২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি সুরকার ও সংগীতপরিচালক আলী আকবর রুপু চলে যান না ফেরার দেশে। অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

সাবা তানি

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান কণ্ঠশিল্পী সাবা তানি। উত্তরায় নিজের বাসার বাথরুমে তার মরদেহ পাওয়া যায়। সাবা তানি আশি ও নব্বইয়ের দশকে গান গেয়ে জনপ্রিয়তা পান। এরপর, তাকে আর গানে নিয়মিত পাওয়া যায়নি।

রানী সরকার

২০১৮ সালের ৭ জুলাই চলচ্চিত্রের অভিনেত্রী রানী সরকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আনোয়ার হোসেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী আনোয়ার হোসেন ২০১৮ সালের ১ ডিসেম্বর মারা গেছেন। ঢাকার একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইদুল আনাম টুটুল

২০১৮ সালের ১৫ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান সাইদুল আনাম টুটুল। তিনি চলচ্চিত্র সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালে শেখ নিয়ামত আলী পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের সম্পাদনার জন্য টুটুল জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও, ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ এবং ‘দুখাই’ ছবির সম্পাদনাও করেছিলেন তিনি।

তাজিন আহমেদ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ ২২ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। হৃদরোগে আক্রান্ত হলে তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তবে তাকে আর ফেরানো যায়নি।

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

6h ago