ঐক্যফ্রন্টের দাবি নাকচ করলেন সিইসি
নির্বাচন বাতিল ঘোষণা করে নতুন করে ফের নির্বাচন আয়োজনের যে দাবি তুলেছে জাতীয় ঐক্যফ্রন্ট আজ তা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
আজ সোমবার সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি বলেন, পুনরায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর এই কথা বললেন নির্বাচন কমিশন প্রধান।
গতকাল রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবির কথা বলেছিল জাতীয় ঐক্যফ্রন্ট।
বেইলি রোডে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, “আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি।”
Comments