মেসির ছবিকে কুৎসিত বললেন নেইমার, তবে...
বরাবরের মতো এবারও নতুন বছরের আমেজে মেতেছে বিশ্ব। মেতেছেন ফুটবলাররাও। একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউবা শুভেচ্ছা জানাতে আশ্রয় নিয়েছেন সামাজিক মাধ্যমের। হালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিও নিজের একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড দিলেন নতুন বছর উপলক্ষে। কিন্তু তার সে ছবিতে ‘কুৎসিত’ বলে মন্তব্য করলেন সাবেক সতীর্থ নেইমার!
তবে মন্তব্যটি নিছক মজা করেই করেছেন নেইমার। পর্তুগিজ ভাষায় কুৎসিত লেখার পর সেখানে হাসির ইমোজিও দেন। আর তাতে বেশ মজা পেয়েছেন ভক্তরা। মজার ব্যাপার সে মন্তব্যর কারণে মেসির ছবিতে অধিকাংশ ভক্তরা নেইমারকে ট্যাগ করে নানা রকম মন্তব্য করছেন। অনেকেই তাতে ‘সহমত’ লিখছেন। কেউবা তাকে আবার বার্সেলোনায় ফিরে আসার অনুরোধ করেন।
বার্সেলোনায় একসঙ্গে খেলার সুবাদে দুইজনের বন্ধুত্বটা বেশ গভীর। বিশেষ করে এ দুই তারকা ও সুয়ারেজের মধ্যকার রসায়নটা ছিল বেশ আলোচিত। ক্লাবে থাকাকালীন সময়ে তার সঙ্গে তাদের অনেক মজার ভিডিও ভাইরাল হয়। যদিও মেসির ছায়া কাটাতে কাতালান ক্লাবের মায়া কাটিয়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি দিয়েছেন নেইমার। আর বার্সার অধিনায়ক এখন লিওনেল মেসি।
তবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েও সুখে নেই নেইমার। সেখানে গিয়ে ১৯ বছর বয়সী তরুণ কিলিয়ান এমবাপের ছায়ায় ঢেকে যাচ্ছেন তিনি। তাই আবারো কাতালান ক্লাবে ফিরে আসতে চাইছেন তিনি। বার্সেলোনাও আগ্রহী। যদিও এ বিষয়ে চুপ মেরে আছেন তারা। কারণ পিএসজির সঙ্গে দল ছাড়ার চুক্তিটা আরও ছয় মাস রয়েছে নেইমারের।
Comments