প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার আহ্বান জানালে সাড়া দেবেন মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভায় যোগ দিতে আহবান জানালে তিনি সাড়া দিবেন। কেননা তিনি সবসময় প্রধানমন্ত্রীকে মান্য করে চলেন।
finance minister ama muhith
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। স্টার ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভায় যোগ দিতে আহবান জানালে তিনি সাড়া দিবেন। কেননা তিনি সবসময় প্রধানমন্ত্রীকে মান্য করে চলেন।

তিনি আজ তার সচিবালয়ের কার্যালয়ে নববর্ষ ২০১৯ এর শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। জনগণ শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছে। তারা জানে শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন হবে না।

অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নতুন সরকারকে দুর্নীতি বন্ধে বিশেষ মনোযোগ দিতে হবে। নতুন সরকারকে দুর্নীতি দমনের মাধ্যমে সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে কাজ করতে হবে। আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্ব দিতে হবে।

বিগত দশ বছরে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, “আমরা নতুন মেয়াদে দেশকে দারিদ্রমুক্ত করতে চাই।”

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

2h ago