৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার সরানোর ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। স্টার ফাইল ছবি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ বুধবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ নির্দেশ দেন।

মেয়র বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীদের লাগানো পোস্টার, ফেস্টুন ব্যানার অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি, এ সময়ে মধ্যে সব ধরণের নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করে ফেলবেন।

একইসাথে ডিএসসিসির এই মেয়র সাঈদ খোকন নিজ নিজ এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের একাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, আশা করি এ সময়ের মধ্যে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago